প্রকাশিত: Wed, Mar 22, 2023 4:10 AM
আপডেট: Tue, Apr 29, 2025 11:31 PM

মাদারীপুরে হত্যা মামলায় ২৩ জনের ফাঁসির আদেশ, ৬ জনের যাবজ্জীবন

সাবরিন জেরীন:  মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস এ রায় দেন। যাবজ্জীবনপ্রাপ্ত  আসামিদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়ছে।  মামলা সূত্রে জানা যায়- ২০১২ সালের ১ সেপ্টেম্বর মামা আলী হাওলাদারের নার্সারিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন রাজিব সরদার। পৌর শহরের হরিকুমারিয়া এলাকায় আসলে পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর যখম করে। তাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে তার মৃত্যু হয়।  এ ঘটনায় নিহতের মামা আলী হাওলাদার বাদী হয়ে জামাল হাওলাদার, রহিম হাওলাদার, আছাদ হাওলাদারসহ ৪৭ জনকে আসামি করে মাদারীপুর সদর থানায় হত্যা মামলা করেন। সম্পাদনা : মুরাদ হাসান